• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চাপ থেকে ঘুরে দাড়াচ্ছেন জ্যোতিরা

প্রকাশিত: ১৩:০৪, ৩১ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চাপ থেকে ঘুরে দাড়াচ্ছেন জ্যোতিরা

ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে টস জিতে আগে ব্যাটিং করছে স্বাগতিক টাইগ্রেসরা। শুরুতেই দুই উইকেট হারিয়ে ধীরে ধীরে রানের গতি বাড়াচ্ছে নিগার সুলতানার দল।

রবিবার (৩১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে দুই উইকেটে ৫৮ রান।

এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন।

রানের খাতা খোলার আগেই উইকেট বিলিয়ে দেন দিলারা। সোফি মোলিনাক্সের বলে তাকে তালুবন্দী করেন সাদারল্যান্ড।

পরে উইকেটে আসেন সোবহানা মোস্তারী। তিনিও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ৮ বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি আরেক টপ অর্ডার।

ইনিংসের শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে সেই চাপ সামলে দলীয় রানের চাকা ঘোরাচ্ছে নিগার সুলতানা ও মুর্শিদা জুটি। মুর্শিদা ২০ ও নিগার ২৪ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, সোবহানা মোস্তারী, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন, শরিফা খাতুন।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যালিসা হিলি (অধিনায়ক), এলিস পেরি, বেথ মুনি, অ্যাশলে গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, ফোবি লিচফিল্ড, গ্রেস হ্যারিস, জর্জিয়া ওয়ারহ্যাম, অ্যানাবেল সাদারল্যান্ড, সোফি মোলিনাক্স, টেলা ভ্লেমিঙ্ক।

বিভি/এসকে/এজেড

মন্তব্য করুন: