• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দাপুটে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ মেয়েরা 

প্রকাশিত: ১৭:০৯, ৪ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
দাপুটে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ মেয়েরা 

ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও সফরকারি অস্ট্রেলিয়া নারী দলের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। বলতে গেলে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সিরিজ কোনোটিতেই পাত্তা পায়নি নিগার সুলতানা জ্যোতির দল।  

বৃহস্পতিবার সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশের মেয়রা, অজিরা ম্যাচ জিতেছে ৭৭ রানের ব্যবধানে। এদিনও স্কোরবোর্ডে একশো পেরোতে পারেনি টাইগ্রেসরা।  

মিরপুরে অজিদের দেয়া ১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগের দুই ম্যাচের মতোই ধুঁকতে থাকে নিগার সুলতানা জ্যোতির দল। ৩৬ রান তুলতেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ম্যাচ হারতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশের পক্ষে ৩১ বলে সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক জ্যোতি। অজিদের হয়ে ৪ ওভারে ৩১ রান খরচায় টায়লা ভ্লেমিক নেন তিন উইকেট।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দলের অধিনায়ক এলিসা হিলির ২৯ বলে ৪৫ এবং তাহিলা ম্যাকগ্রেথের ২৯ বলে অপরাজিত ৪৩ রানের কল্যাণে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে অজিরা তোলে ১৫৫ রান। বাংলাদেশের হয়ে ৩১ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন বাঁহাতি স্পিনার নাহিদা সুলতানা।

বিভি/এজেড

মন্তব্য করুন: