• NEWS PORTAL

  • শুক্রবার, ১৪ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আবার বিতর্কে সাকিব, মাঠেই মারতে গেলেন ভক্তকে

প্রকাশিত: ১৪:৩৮, ৬ মে ২০২৪

ফন্ট সাইজ
আবার বিতর্কে সাকিব, মাঠেই মারতে গেলেন ভক্তকে

সাকিব আল হাসান থাকবেন, কিন্তু বিতর্ক থাকবে না, এমনটা হয় না। ইতিবাচক বা নেতিবাচক শিরোনামে সাকিকের থাকা চাই-ই চাই। দুদিন আগে ডিপিএলে সেঞ্চুরি করে শিরোনামে আসা সাকিব আজও খবরে। কিন্তু এবার ভক্তকে চড় মারতে যাওয়া নিয়ে হয়েছেন খবরের শিরোনাম।

সোমবার (৬ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ডিপিএলে ছিল প্রাইম ব্যাংক আর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ। ওই ম্যাচের আগে বিতর্কে জড়ান সাকিব। মাঠের ভেতর দেশসেরা দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। সেসময় এক ভক্ত হুট করেই হাতে ফোন নিয়ে সাকিবের কাছে এগিয়ে যান সেলফির আবদার নিয়ে। 

বিষয়টি নজরে আসে সাকিবের। প্রথমবার মানা করলেও সাকিবের কথা শোনেননি সেই ভক্ত। এসময় আচমকা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিব। তেড়ে গিয়ে সেই ভক্তকে মারতে যান এই বাঁহাতি অলরাউন্ডার। এবং শেষমেশ সেই ভক্তকে মাঠ থেকে বের করে দেন তিনি। 

এদিকে ভক্তের দিকে সাকিবের তেড়েফুড়ে যাওয়ার বিষয়টি নজর এড়ায়নি উপস্থিত গনমাধ্যমকর্মীদেরও। ম্যাচের আগে বেশ আগ্রাসী ভূমিকায় দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: