• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে বার্সার গোলউৎসব

প্রকাশিত: ১২:৫৬, ১৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে বার্সার গোলউৎসব

চলতি মৌসুমে যে মাঠকে নিজেদের 'দুর্গ' বানিয়ে ফেলেছিলো অ্যাটলেটিকো মাদ্রিদ, সেখানেই গোল উৎসব করলো স্প্যানিশ বার্সেলোনা। ৩-০'তে ম্যাচটি জিতে  লিগার পয়েন্ট টেবিলে ফের দুইয়ে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

মাদ্রিদের 'ওয়ান্দা মেত্রোপলিতানো' অ্যাটলেটিকোর মাঠ। নিজ আঙ্গিনায় দলটি এ মৌসুমের লিগে ১৪ ম্যাচে ১৩টি জিতে অন্যটি ড্র করেছে। রবিবার সেই মাঠে বার্সা আধিপত্য করলেও প্রথম আধা ঘন্টায় আক্রমণে এগিয়ে ছিলো স্বাগতিকরা। 

৩৮ মিনিটে বার্সা তাদের তৃতীয় সুযোগ  কাজে লাগিয়ে এগিয়ে যায়। ছয় গজ বক্সের বাইরে লেভান্দোভস্কির কাট ব্যাক পেয়ে প্রথম স্পর্শেই বল জালে জড়ান পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও ফেলিক্স। থানিক পর রেফারির প্রতি ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখিয়ে তিন মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে ডাগআউট ছাড়েন বার্সা কোচ জাভি। 

এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় অতিথি দল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে লেভান্দোভস্কি বক্সে রাফিনিয়ার পাস পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুন করেন। ৬৫ মিনিটে এই পোলিশ স্ট্রাইকারের ক্রসে ছয় গজ বক্সের মুখে লাফিয়ে হেডে স্কোরলাইন ৩-০ করেন লোপেস। বাকি সময়ে ব্যবধান ধরে রেখে প্রতিপক্ষের 'দুর্গ' ছাড়ে কাতালান জায়ান্টরা। 

২৯ খেলায় ৬৪ পয়েন্ট নিয়ে লিগ লিডার রিয়ালের সঙ্গে ব্যবধান ৮ পয়েন্টে কমিয়ে এনেছে বার্সা। ৫৫ পয়েন্ট নিয়ে পাঁচে অ্যাটলেটিকো।

বিভি/এজেড

মন্তব্য করুন: