• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

আইসিসি থেকে বিশাল সুখবর পেলেন বাংলাদেশি আম্পায়ার সৈকত

প্রকাশিত: ১৬:৫৫, ২৮ মার্চ ২০২৪

আপডেট: ১৭:০৭, ২৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
আইসিসি থেকে বিশাল সুখবর পেলেন বাংলাদেশি আম্পায়ার সৈকত

শরফুদ্দৌলা ইবনে সৈকত

বাংলাদেশ ক্রিকেটের জন্য এক বিশাল সুখবর দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশি আম্পায়ার হিসেবে প্রথমবার আইসিসি’র এলিট প্যানেলে যুক্ত হয়েছেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিসিবি নিজেদের ফেসবুকে পেইজে এই তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে আম্পায়ারিংয়ে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এইতো গত বছর, প্রথম কোনো বাংলাদেশি আম্পায়ার হিসেবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি। 

যেখানে দারুণ পারফরম্যান্স দেখিয়ে বিশ্ব ক্রিকেটের নজর কাড়েন তিনি। এবার নিজের সেই ধারবাহিকতার যেন পুরস্কার পেলেন তিনি। 
এরপর এখন পর্যন্ত ১০ টেস্ট, ৬৩ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টিতে ম্যাচ পরিচালনা করেছেন বাংলাদেশি এই আম্পায়ার। সর্বশেষ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজেও আম্পায়ারের দায়িত্ব পালন করছেন তিনি।

এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড), মাইকেল গফ (ইংল্যান্ড), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটলবরো (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), আহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), রডনি টাকার (অস্ট্রেলিয়া) এবং জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)।

এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারি: ডেভিড বুন (অস্ট্রেলিয়া), জেফ ক্রো (নিউজিল্যান্ড), রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা), অ্যান্ড্রু পাইক্রফট (জিম্বাবুয়ে), রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ) ও জাভাগাল শ্রীনাথ (ভারত)।
 

.

বিভি/এজেড

মন্তব্য করুন: