• NEWS PORTAL

  • রবিবার, ২৩ মার্চ ২০২৫

আর্জেন্টিনা এবং কলম্বিয়ার দুই পাগলাটে ভক্তের কাণ্ড  

প্রকাশিত: ২১:০৫, ১৪ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
আর্জেন্টিনা এবং কলম্বিয়ার দুই পাগলাটে ভক্তের কাণ্ড  

ক্রেতার চুলে কোনো এক মানুষের মুখের ছবি ফুটিয়ে তুলছেন কলম্বিয়ার নাপিত এবং ট্যাটু আর্টিস্ট জোনাথান জুলুয়াগা। যারা ফুটবলভক্ত তারা, নিঃসন্দেহে সেই ছবি দেখেই বলে উঠবেন কলম্বিয়ার তারকা হামেজ রদ্রিগেজের নামটা। আসলে তাই, চলমান কোপা আমেরিকায় বলতে একাই কলম্বিয়ানদের ফাইনালে তুলেছেন তিনি। ইতোমধ্যে, ভেঙ্গেছেন মেসির রেকর্ডও। তাইতো, কলম্বিয়ার মানুষের কাছে বর্তমানে এক অনুপ্রেরণার নাম তিনি।

“আমরা ফাইনালে উঠেছি। যেখানে রদ্রিগেজের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। বলতে গেলে, নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়ই পার করছিলেন। কিন্তু যেভাবে আবারও ফিরে এলেন তা আমাদের সবার জন্যই অনুপ্রেরণা মূলক। আমি বিশ্বাস করি আমরা কোপা জিতবো। “

ঠিক এমনই কোপার আমেজ ছেয়েছে পুরো আর্জেন্টিনাতেও। যেখানে আরও একবার ট্রফি জয়ের আশায় বুদ হয়ে আছে পুরো আর্জেন্টাইন জাতি। দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সেও দেখা গেল এক পাগলাটে ভক্তের। ভদ্রলোক পেশায় রাধুনী, নাম ডেমিয়েন জানোত্তি। ফাইনাল উপলক্ষে, নিজের রেস্টুরেন্টের মাংসের আইটেম গুলোতে আর্জেন্টাইন খেলোয়াড়দের মুখের আকৃতি দিয়ে তিনি বানাচ্ছেন এক বিশেষ রকমের ডিশ। 

আমি মার্টিনেজ এবং ডি মারিয়ার খুব বড় একজন ভক্ত। তাই তাদের মুখের আকৃতি দিয়ে বিশেষ এক রকমের ডিশ বানিয়েছি। ফুটবল আর্জেন্টাইনদের রক্তে আছে। আশা করি আমরা আরেকবার চ্যাম্পিয়ন হবো। মেসিদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে।’

বিভি/এমআর

মন্তব্য করুন:

আজকের সময়সূচী (২৩ মার্চ ২০২৫)

সেহরি:

০৬:০০

ইফতার:

০৬:১১

Drama Branding Details R2
Drama Branding Details R2