• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

আবারও অপারেশনের টেবিলে যাচ্ছেন নেইমার 

প্রকাশিত: ১১:০৯, ৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আবারও অপারেশনের টেবিলে যাচ্ছেন নেইমার 

সান্তোসকে বাঁচিয়ে এবার অপারেশনের টেবিলে যাচ্ছেন নেইমার। স্বাভাবিকভাবেই আগামী বিশ্বকাপে তার খেলা নিয়ে শংকা জেগেছে। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের দলে থাকতে নেইমারকে শতভাগ ফিট হয়ে আসতে হবে।  

ঘন ঘন চোট আর অস্ত্রোপচার। নেইমারের পুরো ক্যারিয়ার জুড়ে এমনটা নতুন নয়। এবার হাঁটুর অস্ত্রোপচারে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। হাঁটুর চোট নিয়েই অবনমন এড়াতে নিজের ক্লাব সান্তোসের হয়ে খেলেছেন। ব্রাজিলিয়ান সিরি-এ লিগে রবিবার ক্রুজেইরোকে ৩-০ গোলে হারিয়ে অবনমন এড়িয়েছে নেইমারের ক্লাব। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টারের নতুন অস্ত্রোপচারে আবার প্রশ্ন উঠছে, আগামী বছরের বিশ্বকাপ খেলতে পারবেন তো নেইমার! 

গত জানুয়ারিতে সৌদি আরবের আল হিলাল থেকে ফিরে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ চার ম্যাচে পাঁচ গোল করে দলকে ব্রাজিলের শীর্ষ লিগে টিকে রাখতে বড় ভূমিকা রেখেছেন। গত কয়েক সপ্তাহ কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া নেইমার সর্বশেষ ম্যাচের পর বলেন, দলকে সাহায্য করতেই চোট নিয়ে খেলে গেছেন। এখন বিশ্রাম নেবেন। এরপর হবে অস্ত্রোপচার। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2