• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ক্রিকেটার-ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী আর নেই

প্রকাশিত: ১২:৩০, ২১ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৭:৫৫, ২১ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
ক্রিকেটার-ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী আর নেই

ক্রিকেটার, আম্পায়ার, কোচ, লেখক, ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাঁর মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

বাংলাদেশের ক্রিকেটের গুণী এই কোচের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল। 

অসুস্থ হয়ে জালাল আহমেদ চৌধুরী ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত ১৫ সেপ্টেম্বর। পরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শুক্রবার রাত থেকে ছিলেন ভেন্টিলেশনে। ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ছিলেন আইসিইউতেও। যদিও করোনা পরীক্ষায় নেগেটিভ ছিলেন তিনি। 

বিশিষ্ট এই ক্রিকেট কোচ রাজধানীর আজিমপুরে একটি ফ্ল্যাটে বসবাস করতেন একাই। তাঁর সন্তানরা প্রবাসী। 

জালাল আহমেদ চৌধুরী সত্তর-আশির দশকে ক্রিকেট খেলেছেন। পরে ক্রিকেট কোচিং করাতেন। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুও জালাল আহমেদ চৌধুরীর ছাত্র ছিলেন। মোহাম্মদ আশরাফুল, তুষার ইমরানরা তাঁরই শিষ্য।

ক্রিকেট খেলা ও কোচিংয়ের পাশাপাশি ক্রীড়া সাংবাদিকতাও করেছেন জালাল আহমেদ চৌধুরী। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

বিভি/এসডি

মন্তব্য করুন: