• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সুযোগ পেতেই ভারতকে খোঁচা ভনের

প্রকাশিত: ১৯:৫৫, ২২ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
সুযোগ পেতেই ভারতকে খোঁচা ভনের

ছবি: ফাইল

জমে ওঠা টেস্ট সিরিজ অসমাপ্ত রেখেই ইংল্যান্ড ছাড়েন ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় দলের একজন স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় পাঁচ ম্যাচের টেস্টের শেষটি খেলেনি মেন ইন ব্লুজরা।

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা কোহলিরা ভারতীয় বোর্ডকে (বিসিসিআই) চিঠি লিখে সিরিজ স্থগিতের অনুরোধ করে। শেষ পর্যন্ত ‍দুই বোর্ড ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ স্থগিত করতে বাধ্য হয়।

ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় ক্রিকেটাররা এরপর সরাসরি সংযুক্ত আরব আমিরাতে এসে আইপিএলের ক্যাম্পে যোগ দেন। এবার আইপিএলে করোনা ধাক্কা দিয়েছে। সুযোগ পেতেই বিসিসিআই’কে খোঁচা দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।

সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার থাঙ্গারাসু নটরাজন করোনা আক্রান্ত হয়েছেন। একজন ক্রিকেটারসহ ছয় জনের সংস্পর্শে এসেছেন তিনি। তাঁদের আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে ম্যাচ স্থগিত থাকবে না বলে বিসিসিআই নিশ্চিত করেছে।

ওই ঘটনায় ভন টুইট করেছেন, ‘দেখা যাক টেস্ট সিরিজের মতো এবার আইপিএল স্থগিত হয় কি না। আমি নিশ্চিত, আইপিএল স্থগিত হবে না।’ ভন তাঁর টুইট দিয়ে ইঙ্গিত করেছেন, করোনা নয় আইপিএলের কারণেই ভারতীয় ক্রিকেটাররা টেস্ট বাতিল করে ইংল্যান্ড ছাড়েন।

বিভি/এসএম

মন্তব্য করুন: