• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ আগস্ট ২০২২ | ২৫ শ্রাবণ ১৪২৯

চার বছর পর সুখবর পেলেন মিরাজ

প্রকাশিত: ২২:৪৮, ৩০ জুন ২০২২

ফন্ট সাইজ
চার বছর পর সুখবর পেলেন মিরাজ

মেহেদি হাসান মিরাজ

সেই ২০১৮ সালের কথা। এরপর আর টি-টুয়েন্টি ফরম্যাটে খেলা হয়নি মেহেদি হাসান মিরাজের। তবে দীর্ঘ চার বছর পর আবারও টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের দলে নেওয়া হয়েছে মিরাজকে। 

শুধু তাই নয়, ইনজুরিতে টেস্ট সিরিজে খেলতে না পারা তাসকিন আহমেদও ফিরেছেন দলে। দুজনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজের দলে আছেন।  ওয়েস্ট ইন্ডিজে থাকা ব্যাটার ইয়াসির রাব্বি ইনজুরি নিয়ে দেশে ফিরে এসেছেন।

গত চার বছরে টি-টুয়েন্টি দলে না থাকলেও টেস্ট ও ওয়ানডে দলে অপরিহার্য মুখ ছিলেন মিরাজ। দলে ইনজুরির ছোবল লাগায় দলে ডাক পেয়েছেন তিনি।

অবশ্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে টি-২০ দল দেওয়া হয়েছিল। ওই দলে থাকা পেস অলরাউন্ডার শহিদুল ইসলাম ছিটকে গেছেন। পেস অলরাউন্ডার সাইফউদ্দিন ফিটনেস টেস্টে পাস করতে না পারায় দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। 

আগামী ২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ খেলবে সাকিবরা। পরদিনই খেলবে সিরিজের দ্বিতীয় টি-২০। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ডমিনিকায়। শেষ টি-২০ ম্যাচ মাঠে গড়াবে ৭ জুলাই গায়ানায়। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত সাড় ১১টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের টি-টুয়েন্টি দল: মাহমুদউল্লাহ রিয়াদ, মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, শেখ মাহেদি, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

বিভি/এজেড

মন্তব্য করুন: