• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বিপিএল মাতাতে আসছে আরও দুই বিদেশি

প্রকাশিত: ১৭:৪৮, ১ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বিপিএল মাতাতে আসছে আরও দুই বিদেশি

গুলবেদীন নাইব ও মোহাম্মদ ইরফান

দেখতে দেখতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বও শেষ হলো। টুর্নামেন্টের নবম আসরে বিদেশি ক্রিকেটার এসেছেন অনেক। সেই তালিকায় যোগ হচ্ছেন আরও দুই বিদেশি।

সিলেট স্ট্রাইকার্স দলে যোগ দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান ও আফগানিস্তানের গুলবাদিন নাইব। ইরফান ও নাইবের যোগদানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি।

ইরফান-নাইবের এক সাথে ছবি দিয়ে ক্যাপশনে সিলেট লিখেছে, ‘পাকিস্তানী পেসার মোহাম্মদ ইরফান ও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব যোগ দিয়েছেন স্ট্রাইকার্স শিবিরে। তাদের উপস্থিতি আরো শক্তিশালী করে তুলবে দলকে।’

ইরফানকে সরাসরি চুক্তিতে ও নাইবকে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিয়েছে সিলেট।

লিগ পর্বে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮টি জয় ও ২টি হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট।

বিভি/এজেড

মন্তব্য করুন: