• NEWS PORTAL

  • বুধবার, ০১ মে ২০২৪

ঘাম ঝরানো জয়ে আবুধাবি ওপেনের শেষ আটে রিবাকিনা

প্রকাশিত: ১৮:২৬, ৯ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
ঘাম ঝরানো জয়ে আবুধাবি ওপেনের শেষ আটে রিবাকিনা

প্রত্যাশা মতোই আবুধাবি ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই কন্যা এলেনা রিবাকিনা। তবে কাজাকিস্তান তারকার জয়টা সহজ হয়নি। আমেরিকার ড্যানিয়েল কলিন্সকে হারাতে তিন সেটের সাহায্য নেন ২০২২ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন কন্যা।

শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই ডানিয়েল কলিন্সের জোর প্রতিরোধের সামনে পড়েন এলেনা রিবাকিনা। ধীরে ধীরে নিজেকে খুঁজে পেয়ে প্রথম সেট ৬-৪ গেমে জেতেন গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে খেলা কাজাকিস্তান তারকা। 

তবে দ্বিতীয় সেটে হার এড়াতে পারেননি রাশিয়ায় জন্ম নেওয়া ২৪ বছরের টেনিস কন্যা। ৩০ বছরে পা রাখা কলিন্সের ঘুরে দাঁড়ানোর জয় ৬-৩ ব্যবধানে। তৃতীয় সেটে আমেরিকান প্রতিদ্বন্দ্বীর আপসেটের স্বপ্ন ৬-৩'এ জয়ে গুঁড়িয়ে দেন উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন তারকা। 

কোয়ার্টার ফাইনালে স্পেনের ক্রিস্তিনা বুক্সার বিপক্ষে লড়বেন রিবাকিনা। মলদোভানে জন্ম নেওয়া ২৬ বছরের স্প্যানিশ টেনিস কন্যা শেষ ষোলোয় সরাসরি সেটে হারান গ্রেট ব্রিটেনের হিথার ওয়াটসনকে। 

গত কছর অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় রাউন্ডে উঠে গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে সেরা সাফল্য পাওয়া ওয়াটসন প্রথম সেট টাইব্রেকে, দ্বিতীয় সেট ৭-৫ গেমে জেতেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: