• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয় শিরোপা জিতলেন ইগা সুইয়াটেক

প্রকাশিত: ১১:৪০, ১৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয় শিরোপা জিতলেন ইগা সুইয়াটেক

সহজ জয়েই মেয়েদের ইন্ডিয়ান ওয়েলস টেনিসে দ্বিতীয় শিরোপা জিতেছেন ইগা সুইয়াটেক। ২২ বছরের পোলিশ তারকা রবিবার এই ডব্লিউটিএ ট্যুর ফাইনালে গ্রিক কন্যা মারিয়া সাক্কারিকে সরাসরি সেটে হারান।

২৮ বছরের গ্রিক টেনিস কন্যা মারিয়া সাক্কারির বিপক্ষে ফেবারিট হয়েই ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস ওপেনের ফাইনাল খেলতে নামেন ইগা সুইয়াটেক। ২০২২ সালের ফাইনালে এই গ্রিক কন্যাকে হারিয়েই শিরোপা জেতা সুইয়াটেক প্রথম সেটে ৩-০'তে এগিয়ে যান। 

দুর্দান্ত কাম ব্যাকে  সাক্কারি ৪-৪ সমতা আনেন লড়াইয়ে। তবে পরের দুই গেমে সাক্কারিকে কোনো সুযোগ না দিয়ে ৬-৪ জয়ে শিরোপার পথে এগিয়ে যান বিশ্বের নাম্বার ওয়ান টেনিস কন্যা। ২০২০, ২০২২, ২০২৩ সালে ফ্রেঞ্চ ওপেন গ্র্যান্ড স্ল্যাম জয়ের মাঝে ২০২২ সালে ইউএস ওপেনে একমাত্র শিরোপার স্বাদ নেওয়া পোলিশ তারকা দ্বিতীয় সেটে দাঁড়াতেই দেননি গ্রিক কন্যাকে। 

চলতি আসরে ফাইনালে ওঠার পথে কোনো সেট না হারা সুইয়াটেক ৬-০'তে জয় নিয়ে ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয় ডব্লিউটিএ ট্যুর শিরোপা জয়ের উৎসবে ভাসেন। টেনিস ক্যারিয়ারে ২৩ ফাইনালে এটি তার ১৯তম জয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2