ফরাসি ওপেনে শিয়াওতেকের হ্যাটট্রিক শিরোপা

বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম টেনিস ফরাসি ওপেনে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের কীর্তি গড়লেন পোলিশ কন্যা ইগা শিয়াওতেক। শনিবার নারী এককের ফাইনালে ইতালির ইয়াজমিনে পাওলিনিকে সরাসরি সেটে গুঁড়িয়ে এই গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড চার শিরোপার স্বাদ নেন বিশ্বের নাম্বার ওয়ান টেনিস কন্যা।
র্যাংকিংয়ের এক নম্বর তারকা ফরাসি ওপেনে তার চতুর্থ শিরোপা উঁচিয়ে ধরতে এদিন সময় নেন কেবল এক ঘণ্টা আট মিনিট। জয় নিশ্চিত করেন ৬-২, ৬-১ গেমে। ধারাবাহিকভাবে দাপুটে পারফরম্যান্সের আলো ছড়ানো শিয়াওতেক পুরো আসরে মাত্র একটি সেটই হেরেছেন, দ্বিতীয় রাউন্ডে নাওমি ওসাকার বিপক্ষে। এরপর বাকি পথচলায় আর কোনো প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি এই পোলিশ তারকা।
২০২০ সালে এখানেই প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পান শিওয়াতেক। পরের বছর পারেননি। তবে তারপর থেকে জিতলেন এর হ্যাটট্রিক ট্রফি। রেকর্ড বইয়েও জায়গা করে নিলেন শিয়াওতেক। ১৯৬৮ সালে টেনিসের উন্মুক্ত যুগ চালুর পর থেকে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা তিনবার এই ট্রফি জিতলেন।
তার আগে মনিকা সেলেস ১৯৯০ থেকে '৯২ সালে, জাস্টিন হেনিন ২০০৫ থেকে ২০০৭ সালে এই কীর্তি গড়েছিলেন। ২৩ বছরের শিওয়াতেক ক্যারিয়ারে মোট পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। অন্যটি ২০২২ সালের ইউএস ওপেনে। উন্মুক্ত যুগে সবচেয়ে কম বয়সে ফরাসি ওপেনে চারটি শিরোপা জয়ের রেকর্ডটাও এখন তার হাতে।
বিভি/এজেড
মন্তব্য করুন: