• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিরোপা জয়ে প্রত্যাবর্তনের গল্প লিখলেন আলকারেজ

প্রকাশিত: ১৬:০৭, ১০ জুন ২০২৪

ফন্ট সাইজ
শিরোপা জয়ে প্রত্যাবর্তনের গল্প লিখলেন আলকারেজ

দুর্দান্ত প্রত্যাবর্তনে ফ্রেঞ্চ ওপেন টেনিসে প্রথম শিরোপা জিতলেন কার্লোস আলকারাজ। সোমবার রোলাঁ গারোঁর ফাইনালে জার্মানির আলেক্সান্দার জভেরেভকে হারিয়ে ক্যারিয়ারে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপার স্বাদ নেন ২১ বছরের স্পেনিয়ার্ড তারকা। 

আলেক্সান্দার জভেরেভের ফোরহ্যান্ড নেটে লাগলো। মাটিতে শুয়ে হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন। দুই হাত মুষ্টিবদ্ধ করে গর্জন। নিজেকেও যেন বিশ্বাস করাতে পারছিলেন না স্প্যানিশ তরুণ টেনিস তারকা কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল জিতলেন অবিশ্বাস্য প্রত্যাবর্তনে। 

সোমবার প্রথম তিন সেটে ২-১ এ পিছিয়ে পড়ার পর পাঁচ সেটের 'থ্রিলার' জিতে প্রথমবার রোলাঁ গারোঁর কোর্টে শিরোপা উৎসব করলেন। গড়লেন ইতিহাস। চার ঘণ্টা ১৯ মিনিটের ফাইনালে জয় তার ৬-৩, ২-৬, ৫-৭, ৬-১ ও ৬-২ গেমে। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে নিজের প্রথম তিনটি গ্র্যান্ড স্লাম ভিন্ন তিন সারফেসে জিতলেন আলকারাজ।

সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হার্ড, ক্লে ও গ্রাস কোর্টে শিরোপা জিতে স্বদেশী স্পেনিয়ার্ড সুপারস্টার রাফায়েল নাদালের রেকর্ডও ভাঙ্গলেন। ২০২২ সালে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে পরের বছর উইম্বলডনে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েন আলকারাজ। রাফায়েল নাদালের এই যোগ্য উত্তরসূরি এবার ট্রফি জিতলেন লাল দুর্গে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2