৫৭তম এপ্রিকট সম্মেলন হবে ঢাকায়
এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের ৫৭তম সম্মেলন ২০২৪ সালে ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে। সিঙ্গাপুরের গ্রান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার- এপনিকের ৫৪তম সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার এই ঘোষণা দেন এপনিক চেয়ারম্যান গৌরব রাজ উপাধ্যায়। অনুষ্ঠানে এপনিক কার্য নির্বাহী কমিটির সদস্য প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির, ইওসিনোবু মাতসুজাকি, ফেং লেং, পল উইলসন এবং ক্যাম জি ইয়াং উপস্থিত ছিলেন।
১১:০২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার