মিনিটে ২৪ লাখ বট আক্রমণের শিকার বিটিআরসির এনইআইআর পোর্টাল (ভিডিও)
মিনিটে ২৪ লাখ বট আক্রমনের শিকার বিটিআরসির এনইআইআর সিটিজেন পোর্টাল। শুক্রবার সকাল থেকেই থেমে থেমে এই আক্রমন চালায় দৃষ্কৃতিকারীরা। সিস্টেমটির রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা সিনেসিস আইটির প্রধান সুল্যুশন অফিসার আমিনুল বারী শুভ্র জানায়, শুক্রবার সকালে প্রতি সেকেন্ডে চল্লিশ হাজার বট ট্রাফিক হিট করেছে এনইআইআর সিস্টেমে। সে হিসাবে প্রতি মিনিটে হিট সংখ্যা ২৪ লাখ।
০৭:৪৭ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার