• NEWS PORTAL

  • শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

মিনিটে ২৪ লাখ বট আক্রমণের শিকার বিটিআরসির এনইআইআর পোর্টাল (ভিডিও)

প্রকাশিত: ১৯:৪৭, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫২, ২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ

মিনিটে ২৪ লাখ বট আক্রমনের শিকার বিটিআরসির এনইআইআর সিটিজেন পোর্টাল। শুক্রবার সকাল থেকেই থেমে থেমে এই আক্রমন চালায় দৃষ্কৃতিকারীরা। সিস্টেমটির রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা সিনেসিস আইটির প্রধান সুল্যুশন অফিসার আমিনুল বারী শুভ্র জানায়,  শুক্রবার সকালে প্রতি সেকেন্ডে চল্লিশ হাজার বট ট্রাফিক হিট করেছে এনইআইআর সিস্টেমে। সে হিসাবে প্রতি মিনিটে হিট সংখ্যা ২৪ লাখ।

তিনি জানান, রিয়েল ট্রাফিকের পাশাপাশি সার্ভারে প্রচুর আনইউজুয়াল ট্রাফিক হিট করছে। ফলে অনেকেই সাইটে প্রবেশ করতে পারছে না । এনইআইআর এর সিটিজেন পোর্টালটি মিনিটে ৬০০০ রিকোয়েস্ট নিতে সক্ষম বলেও জানান এই কর্মকর্তা।

আক্রমনের সময় এনইআইআর পোর্টালে নিজেদের আইএমইআই নাম্বার দিয়ে হ্যান্ডসেট নিবন্ধন যাচাই করতে পারেনি হাজারো গ্রাহক। সাইট ভিজিটে গেলে “429 too many request” লেখা ভেসে ওঠে। মাঝে মাঝে সাইট ভিজিট করা গেলেও পুরো পেইজ সাদা দেখায়।

বৃহসপতিবার (১জানুয়ারী-২০২৬) তৃতীয় বারের মতো এনইআইআর চালু করে বিটিআরসি। এর আগেও দুইবার এই সিস্টেম চালু করলেও বিভিন্ন কারনে বন্ধ করা হয়। 

ইনফোসেকবুলেটিনের প্রতিবেদন বলছে, এনইআইআর সিস্টেম চালুর দিন বিটিআরসি ভাঙচুর করা হয়। এর অপরাধে ২৬ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহীনি। শুক্রবার বিটিআরসিতে হামলার ঘটনায় মামলা করেছে প্রতিষ্ঠানটি।

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2