দেশীয় 3D বিমান নজরদারি রাডার চালু করলো ভারত
ভারতীয় নৌবাহিনী এবার আরও শক্তিশালী নজরদারি প্রযুক্তি পেল। টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) এবং স্পেনের প্রতিরক্ষা সংস্থা ইন্দ্রার যৌথ উদ্যোগে প্রথম দেশীয় থ্রি-ডি এয়ার সার্ভেইল্যান্স ব়্যাডার (3D-ASR) ল্যানজা-এন চালু হল। ইতিমধ্যেই একটি যুদ্ধজাহাজে এই অত্যাধুনিক ব়্যাডার বসানো হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর ভারতের জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
০৪:৩৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার