• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

কক্সবাজারে হামদর্দের বিজনেস কনফারেন্স, সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ১৯:৩৪, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৩৪, ৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কক্সবাজারে হামদর্দের বিজনেস কনফারেন্স, সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

কক্সবাজারে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ-এর বার্ষিক বিজনেস কনফারেন্স উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৩টায় শহরের হোটেল সি-প্যালেস প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ-এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হামদর্দ দীর্ঘকাল ধরে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মানসম্মত স্বাস্থ্য ও শিক্ষা সেবা পৌঁছে দেওয়া। সেবামূলক এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সৈকত পরিচ্ছন্নতা ও পণ্যের প্রদর্শনী র‍্যালি শেষে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে হামদর্দের কর্মীরা সমুদ্র সৈকতে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে (Beach Cleaning) অংশ নেন। এছাড়া র‍্যালিতে হামদর্দের জনপ্রিয় ফ্রুট সিরাপ ‘আমরূপালী’সহ বিভিন্ন পণ্যের দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় প্রদর্শনী সবার নজর কাড়ে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক (বিপণন, পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক কামরুন নাহার হারুন। এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বার্ষিক কনফারেন্সে আগত প্রতিনিধিরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালন এবং পরিবেশ রক্ষায় হামদর্দ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই র‍্যালি ও সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচি তারই একটি অংশ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2