৪০ বারেরও বেশি হজ করা সেই ব্যক্তি ১৪২ বছর বয়সে মারা গেছেন
সৌদি আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই। গভীর ধর্মপ্রাণ এই ব্যক্তি তার জীবনে ৪০ বারেরও বেশি পবিত্র হজ পালন করার এক অনন্য রেকর্ড গড়েছেন। ১৪২ বছর বয়সে মারা গেছেন তিনি।
রবিবার (১১ জানুয়ারি) দক্ষিণ সৌদি আরবের ধাহরান আল জানুব এলাকায় সাত হাজারের বেশি মানুষের উপস্থিতিতে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। আধুনিক সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার আগের এই মানুষটি দেশটির উত্থান-পতনের এক জীবন্ত ইতিহাস ছিলেন।
সূত্র: গালফ নিউজ
বিভি/টিটি



মন্তব্য করুন: