রাত ১০টার মধ্যে ৯ জেলায় ঝড় ও বজ্রপাতের শঙ্কা

মাসের শেষ দিনেও গরমের দাপটে স্বচরিত্র বজায় রেখেছে বৈশাখ। সারাদেশে প্রচণ্ড গরমে হাঁসফাঁস জনজীবন। এই অবস্থায় দেশের ৯ জেলায় রাত ১০টার মধ্যে ঝড় ও বজ্রপাতের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (১৪ মে) সন্ধ্যা ৬টা থেকে আগামী ৫ দিনের আবহাওয়া বার্তায় এই তথ্য দিয়েছে সংস্থাটি।
বলা হয়েছে, রাত ১০টার মধ্যে বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার কিছু স্থানে ঘণ্টায় ৪৫ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে পুনরায় দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।
বজ্রপাত চলাকালীন ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়াও বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শোনা যাবে সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করারও পরামর্শ দেওয়া হয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: