• NEWS PORTAL

  • সোমবার, ২৬ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দুপুরের মধ্যে দেশের ১০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

প্রকাশিত: ১০:৪১, ২৫ মে ২০২৫

ফন্ট সাইজ
দুপুরের মধ্যে দেশের ১০ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ রবিবার দিনভর শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও দুপুর ১টার মধ্যে দেশের ১০ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রবিবার (২৫ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। অঞ্চলগুলো হলো- রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

তবে ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা কম। তবে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকবে, যা তাপমাত্রা বাড়তেও সহায়ক হতে পারে। এতে করে বাড়তে পারে গরমের অনুভূতি।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা এবং আশপাশের এলাকায় জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য। 

এতে বলা হয়েছে,আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়াও শুষ্ক থাকতে পারে। আর এসময়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2