• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

প্রকাশিত: ২২:২৪, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ডিসেম্বর মানেই কুয়াশাচ্ছন্ন সকাল, আর রাত হলেই কুয়াশার সঙ্গে তীব্র শীত। চলতি মাসে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। তিন মাসের পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর (১ ডিসেম্বর) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উল্লেখ আছে, এবারের শীতে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ অবস্থায় তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এবার ৩-৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এর মধ্যে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহে (৪-৬ ড্রিগ্রি সে.) রূপ নিতে পারে।

তিন মাসের আবহাওয়া বার্তায় আরও বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলেতে পারে।

তবে কখনও কখনও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এ ছাড়া এ সময় সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2