ভারতে হওয়া ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশসহ ৪ দেশ
দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। ভারতে উৎপত্তি হওয়া দুই দফার এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ২। ভূমিকম্পে বাংলাদেশ ছাড়াও কেঁপে উঠেছে মিয়ানমার, ভুটান ও চীন। তবে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থ ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভারতের আসাম রাজ্যের ধিং ও মরিগাঁওয়ে। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ৩৪৬ কিলোমিটার।
এরআগে সিলেট ও মৌলভীবাজারে দু দফায় ভূমিকম্প অনুভূত হয় গত ১০ ডিসেম্বর রাতে। তার আগে ২ ডিসেম্বর রাতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এছাড়াও গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ডের একটি ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: