• NEWS PORTAL

  • শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

যেমন থাকবে আজকে ঢাকার আবহাওয়া 

প্রকাশিত: ১১:৪১, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যেমন থাকবে আজকে ঢাকার আবহাওয়া 

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানী ঢাকায় আজ (বুধবার) শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 

বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে উল্লেখ করা হয়, আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার অবস্থা মূলত স্থিতিশীল থাকবে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে মৃদু বাতাস প্রবাহিত হবে, যার গতি ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে, গতকাল (মঙ্গলবার) রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত