• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

হেমন্তেও ভারীবৃষ্টির আভাস, হতে পারে ঝড়ও

প্রকাশিত: ১৪:৪৫, ৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৪:৪৫, ৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
হেমন্তেও ভারীবৃষ্টির আভাস, হতে পারে ঝড়ও

সংগৃহীত ছবি

বিদায়ের পথে শরৎকাল। আসছে হেমন্তের স্নিগ্ধ সকাল। হেমন্ত মানে শীতের আগমনী বার্তা সেটা সবার জানা। কিন্তু আবহাওয়াবিদরা বলছেন উল্টো কথা। এবার হেমন্তেও ভারী বৃষ্টির সংগে ঘূর্ণিঝড়েরও শঙ্কা দেখছেন তারা।

আবহাওয়ার তথ্য-উপাত্ত যাচাই করে অক্টোবর মাসের জন্য এমনই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। 

অক্টোবর মাসের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, আন্তর্জাতিক বিভিন্ন আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা থেকে প্রাপ্ত মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল এবং এলনিনো/লা নিনা-এর অবস্থা বিশ্লেষণ করেছেন তারা। এতে অক্টোবর মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস পাওয়া গিয়েছে। একই সংগে সমুদ্রে ১ থেকে ৩টি পর্যন্ত লঘুচাপ তৈরি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়েও রূপ নেওয়ার শঙ্কা রয়েছে।

তবে মাসের শেষের দিকে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এই মাসে দেশের নদ-নদীর অবস্থা স্থিতিশীল থাকবে বলেও জানানো হয় মাসিক এই পূর্বাভাসে।

বিভি/কেএস/এসডি

মন্তব্য করুন: