• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৮, ২০ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
মৌলভীবাজারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াস

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫.৬ ডিগ্রী সেলসিয়াস।

মৌলভীবাজারে টানা কয়েক দিন ধরে হিমেল হাওয়া বইছে। শীতের তীব্রতায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। সূর্যের ঝলমল আলোর সঙ্গে জেলা জুড়ে বইছে তীব্র হিমেল হাওয়া। বিকাল থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকে। 

হিমেল হাওয়ার সাথে শীতের তীব্রতার কারণে সময়মতো কাজে যোগ দিতে পারছে না শ্রমজীবী মানুষেরা। সীমাহীন দুর্ভোগে পড়েছেন বোরো ধানচাষি, ছিন্নমূল ও দিনমজুর। দিনে ও রাতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা বিবলু চন্দ্র বলেন, ‘ঘন কুয়াশা ও আকাশ মেঘাচ্ছন্ন না থাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে। আজ সকালের তাপমাত্রা চলতি মৌসুমে এ অঞ্চলের ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা।’

শীতজনিত রোগে প্রতিদিন জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের কেনাকাটা সবচেয়ে বেশি।

উল্লেখ্য, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিভি/এনএ

মন্তব্য করুন: