আন্তর্জাতিক নারী দিবসে স্পিকারকে শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি’র নেতৃত্বে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (৮ মার্চ) তাঁর কার্যালয়ে শুভেচ্ছা জানানোর সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।
এরপর জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের নেতৃত্বে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা স্পিকারকে নারী দিবস উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান।
শেষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ফোরামের সভাপতি ও উপসচিব প্রশাসন-১ এ কিউ এম জি কিবরিয়া মজুমদারের নেতৃত্বে ফোরামের সদস্যরা স্পিকারকে ফুল দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপসচিব ট্রেনিং এন্ড প্রিভিলেজ ও ফোরামের সিনিয়র সহ-সভাপতি এস, এম, মঞ্জুর, পরিচালক গণসংযোগ ও ফোরামের সহ-সভাপতি মো. তারিক মাহমুদ, চীফ হুইপের একান্ত সচিব ও উপসচিব আব্দুল কাদের জিলানী এবং সাধারণ সম্পাদক আসিফ হাসানসহ অন্যান্য সদস্যরা।