• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মী প্রবেশে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৭, ২৮ জুলাই ২০২২

আপডেট: ১৭:৪৮, ২৮ জুলাই ২০২২

ফন্ট সাইজ
বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মী প্রবেশে কড়াকড়ি

বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মী প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দুপুর ২টার আগে গণমাধ্যমকর্মীরা গভর্নর ভবনে প্রবেশ করতে পারবেন না।

বৃহস্পতিবার (২৮ জুলাই) এমন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের কর্মসূচি বয়কটের কথা ভাবছেন ব্যাংক বিটের রিপোর্টাররা।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গভর্নর ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সিদ্ধান্ত মতে, দুপুর ২টার আগে কোনো গণমাধ্যমকর্মী এই ভবনে প্রবেশ করতে পারবেন না। তবে কী কারণে এমন সিদ্ধান্ত সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে বাংলাভিশনকে একাধিক সূত্র জানায়, বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম গভর্নরের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে গণমাধ্যম কর্মীদের জানানা। 

বিষয়টি নিয়ে কথা বলতে মুখপাত্রের নম্বরে একাধিকবার কল করা হলেও তা ব্যস্ত পাওয়া গেছে।

এর আগে ২০১৬ সালে ফজলে কবির গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার পর গভর্নর ভবনের তৃতীয় তলায় গণমাধ্যমকর্মী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে পরে সেই নিষেধাজ্ঞা শিথিল করে সাংবাদিকদের ব্রিফ করেন ফজলে কবির।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2