• NEWS PORTAL

  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভেনি মুন্সিগঞ্জের কারখানার আগুন

প্রকাশিত: ১৪:৩২, ২৫ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভেনি মুন্সিগঞ্জের কারখানার আগুন

মুন্সীগঞ্জের সুপারবোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এখনো নেভেনি পুরোপুরি। সোমবার (২৫ মাচ) সকালে ফায়ার সার্ভিসের গজারিয়া ইউনিটের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান ১২টি ইউনিটের চেষ্টায় রবিবার রাত ১২টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

এখনো কারখানার ভেতরে পাটখড়ি থাকায় কিছু জায়গায় আগুন জ্বলছে। সেগুলোর স্তুপ ভেঙে ভেঙে আগুন নেভানোর কাজ চলছে। আগুনের উৎপত্তি সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

রবিবার দুপুরে গজারিয়া উপজেলার জামালদি এলাকায় মেঘনা নদীর তীরে সুপারবোর্ড কারখানার গোডাউনে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে আহত হন সাতজন। কারখানাটি পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। 

এ অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার পাশে মেঘনা নদীতে রাখা মাল বোঝাই তিনটি ট্রলারও পুড়ে যায়। এদিকে, মানিকগঞ্জের শিবালয়ে আরিচা বন্দর এলাকায় আগুনে পুড়ে গেছে অন্তত ১৫টি দোকান। রবিবার রাত চারটার দিকে কাঠপট্টিতে এ আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2