• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ময়লার গাড়ির ধাক্কায় এবার প্রাণ হারালেন নারী পরিচ্ছন্নতা কর্মী

প্রকাশিত: ১৪:১৭, ২৩ জানুয়ারি ২০২২

আপডেট: ১৪:৩১, ২৩ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
ময়লার গাড়ির ধাক্কায় এবার প্রাণ হারালেন নারী পরিচ্ছন্নতা কর্মী

রাজধানীর মহাখালীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এবার এক নারী পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২২ জানুয়ারি) রাত ২টায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই নারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা শফিকুর রহমান জানিয়েছেন, নিহতের নাম শিখা রানী (৫৫)। তিনি আউট সোর্সিং বিভাগের ক্লিনার। পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন বলে জানা গেছে। 

ওই প্রত্যক্ষদর্শী জানান, রাতে মহাখালী ফ্লাইওয়ারের ঢালের দিকে রাস্তা পরিষ্কারের কাজ করছিলেন শিখা রানী। এসময় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর মৃত্যু হয়।

তেজগাঁও থানার (ইন্সপেক্টর তদন্ত) শাহ আলম জানান, ফ্লাইওভার দিয়ে আসা সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করতে পুলিশ তদন্তে নেমেছে। মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যালে রাখা আছে। 

উল্লেখ্য, এর আগে গত ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান-এর মৃত্যু হয়। সিটি করপোরেশন বলেছে, গাড়িটি চালাচ্ছিলেন একজন পরিচ্ছন্নতাকর্মী। এর পরদিন রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় প্রথম আলোর সাবেক কর্মী আহসান কবির খান মারা যান। গত ২ ডিসেম্বর দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা আহত হন। 

বিভি/এএন

মন্তব্য করুন: