• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

কবিতায় পতাকা অবমাননার প্রতিবাদ কবীর সুমনের

প্রকাশিত: ১২:০৮, ১ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
কবিতায় পতাকা অবমাননার প্রতিবাদ কবীর সুমনের

কবীর সুমন

 

কোন্ পতাকায় লাথি মারে কেউ
কোন্ পতাকায় ফুল
আমার প্রেমের পতাকা তোমার
এলোমেলো হওয়া চুল
পতাকায় নয় কিছুই শুরু
পতাকায় নয় শেষ
আমিই ভারতবর্ষ প্রিয়া
আমিই বাংলাদেশ
কারা করে কার অপমান প্রিয়া
কতগুলো উজবুক
আদরে আদরে এঁকে দেবো চলো
সবার দেশের মুখ
ভুলে যাই কেন একজন ক্রুশে
ঝুলেছেন একা একা
সকলের হয়ে, চলো প্রিয়তমা
যদি পাই তাঁর দেখা
তিনি বলবেন এসো হাত ধরো
শত্রুতা ভুলে যাও
পতাকার চেয়ে ভালবাসা বড়
প্রেমের গানটা গাও।
-----------------
কবীর সুমন
১, ১২, ২৪ ভোর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2