• NEWS PORTAL

  • শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও সচিবের সম্মানে ‘সম্ভাষণ’ আয়োজন

প্রকাশিত: ১২:১০, ২৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:১১, ২৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও সচিবের সম্মানে ‘সম্ভাষণ’ আয়োজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং নবনিযুক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেনের সম্মান ‘সম্ভাষণ’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই সম্ভাষণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীত ও নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে উক্ত অনুষ্ঠানে একাডেমিতে কর্মরত বিভিন্ন বিভাগের শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মহাপরিচালক ও সচিবকে সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো হয়। 

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সম্মানে একাডেমির শিল্পীদের অংশগ্রহণে  যন্ত্রসংগীত, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং নবনিযুক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংস্হার কার্যনির্বাহী সদস্য কণ্ঠশিল্পী সরদার হিরক সরদার, সংস্থার অর্থ সম্পাদক ও নৃত্যশিল্পী ইমন আহমেদ, দপ্তর সম্পাদক ও যন্ত্রশিল্পী কফিল উদ্দীন মাহমুদ, সংস্থার সাধারণ সম্পাদক নাইমুজ ইনাম নাইম, এবং সভাপতি ফাহাল হোসাইন গোলন্দাজ।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংস্হার সহ-সভাপতি ও কন্ঠশিল্পী আবিদা রহমান সেতু।

বক্তারা শিল্পকলা একাডেমির কার্যক্রমকে আরও গতিশীল করা, শিল্পীদের পেশাগত উন্নয়ন, সুযোগ বৃদ্ধি এবং নীতিগত কাঠামোকে আধুনিকায়নে প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

নবনিযুক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন তার বক্তব্যে শিল্পকলা একাডেমির মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ মহোদয় তার বক্তব্যে শিল্পীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নয়ন এবং উপস্থাপিত গুরুত্বপূর্ণ প্রস্তাবসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: