মালয়েশিয়ার ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড এখন নির্মাতা জাফর ফিরোজের ঝুলিতে
ছবি: জাফর ফিরোজ
মালয়েশিয়ার সাহিত্যাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করে এ বছরের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ২০২৫ জিতলেন বাংলাদেশি নির্মাতা, লেখক ও সংগঠক জাফর ফিরোজ। তার বহুল আলোচিত উপন্যাস ‘দ্য ফোরকড রোড’-এর জন্য তিনি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) জুরি প্যানেলের চেয়ারম্যান প্রফেসর এমিরেটাস তান সেরি দাতুক সেরি ড. ইব্রাহিম শাহ আবু শাহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের স্বাক্ষরিত সার্টিফিকেট ও ট্রফি সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের সেতিয়া সিটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে জাফর ফিরোজের হাতে তুলে দেওয়া হয়।
জুরি প্যানেলের চেয়ারম্যান প্রফেসর এমিরেটাস তান সেরি দাতুক সেরি ড. ইব্রাহিম শাহ আবু শাহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের স্বাক্ষরিত সার্টিফিকেট ও ট্রফি তার কাছে হস্তান্তর করেন।
জানা গেছে, সমসাময়িক বিভাগে পুরস্কারপ্রাপ্ত এ উপন্যাসে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে।
উপন্যাসে আবরার ফাহাদের হত্যাকাণ্ড, ছাত্রদের নিরাপদ সড়ক আন্দোলন, রাজনৈতিক হত্যা-গুম এবং বৈষম্যবিরোধী আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনা স্থান পেয়েছে। বিশেষত, জুলাই গণ-অভ্যুত্থানের ফলে যখন বাংলাদেশ অনিরাপদ হয়ে ওঠে তখন মালয়েশিয়ার সরকার কর্তৃক মালয়েশিয়ান নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার ঘটনাও নিখুঁতভাবে উঠে আসে। এছাড়া মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের সমস্যাও এই উপন্যাসে গুরুত্ব পেয়েছে।
উপন্যাসটি লেখা শুরু হয় ১৬ ডিসেম্বর ২০১৯ বাংলাদেশের বিজয় দিবসে এবং শেষ হয় ৫ আগস্ট ২০২৪। বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে ও কল্পনার সৃজনশীল মিশ্রণ বইটিকে পাঠক ও সমালোচকদের কাছে বিশেষ মর্যাদা এনে দিয়েছে।
উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র হলো রাইয়ান মালয়েশিয়ায় পড়তে আসা এক বিদেশি শিক্ষার্থী। একটি ফোনকল তার জীবনকে ওলট-পালট করে দেয়। বাবার খুনের সংবাদ, মায়ের অসুস্থতা, আর্থিক সংকট এবং অনিশ্চিত ভবিষ্যতের মাঝে চুরি হয়ে যায় তার বহুদিনের স্বপ্নের প্রকল্প।
রাইয়ান আটকে যায় জীবনের চৌরাস্তায়, সে কি দেশে ফিরে যাবে, লড়াই করবে, নাকি পড়াশোনা শেষ করবে? মানুষের সিদ্ধান্ত কতোটা গভীরভাবে প্রভাব ফেলে এই উপন্যাসে সেই প্রশ্নই নতুনভাবে পাঠকের সামনে তুলে ধরেছেন। বইটি বর্তমানে অ্যামাজনেও পাওয়া যাচ্ছে।
বিভি/এআই




মন্তব্য করুন: