• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

বিশ্বসাহিত্য কেন্দ্রে মণিপুরী জনগোষ্ঠীর ওপর ৯ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ১১:৩৪, ৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:৩৫, ৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিশ্বসাহিত্য কেন্দ্রে মণিপুরী জনগোষ্ঠীর ওপর ৯ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের এক গুরুত্বপূর্ণ নৃতাত্ত্বিক সম্প্রদায় মণিপুরী জনগোষ্ঠী। যাদের ভাষা, আচার-অনুষ্ঠান, ধর্মবিশ্বাস, নৃত্য-সংগীত, কারুশিল্প ও দৈনন্দিন জীবনযাত্রা আমাদের ইতিহাস, সমাজ ও সংস্কৃতির অনন্য এক অধ্যায়। সময়ের প্রবাহে বহু পরিবর্তন, চ্যালেঞ্জ ও অভিযোজনের মধ্য দিয়ে মণিপুরী সমাজ তাদের স্বকীয়তা জাগ্রত রেখেছে। তাদের দৈনন্দিন জীবন ফ্রেমবন্দি করেছেন তিন আলোকচিত্রী মো. কাউছার হাবিব সোমেল, মোহা: আসহাবুল হক নান্নু ও মোহাম্মদ হারুন আর রশীদ।

সেই ছবিগুলো নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে ৯ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘মণিপুরী : এন এথনিক কমিউনিটি অব বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করা হবে আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৫টায়। এর আগে বিকাল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪০১ নম্বর মিলনায়তনে উদ্বোধনী আলোচনা হবে।

উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতজন শংকর সাওজাল, আলোকচিত্রী নাফিস আহমেদ নাদভী ও আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন।

আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত বিকাল ৪টা থেকে ৯টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারি ৪০২ নম্বর কক্ষে সব দর্শনার্থীর জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। 

চলমান একটি মেন্টরশিপ প্রোগ্রামের অংশ হিসেবে এই বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেন্টরশিপ কার্যক্রমটির পরিচালনা করছেন বিশিষ্ট প্রশিক্ষক ও আলোকচিত্রী জনাব কে এম জাহাঙ্গীর আলম। সার্বিক সমন্বয় করেছেন আলোকচিত্র শিল্পী ও সংগঠক মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2