২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলছে শিল্পকর্ম প্রদর্শনী
২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শুরু হয়েছে এক ব্যতিক্রম আয়োজন। এবারের আসরের অংশ হিসেবে শুরু হয়েছে ‘শূন্য অভিরূপ’ শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনী। বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম সংলগ্ন আর্টপিক্স লিমিটেডের থ্রিডি আর্ট গ্যালারিতে চলছে এই প্রদর্শনী।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রেইনবো চলচ্চিত্র সংসদের এই আয়োজনে বাংলাদেশের দশজন শিল্পীর চিত্রকর্ম ও ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে।
অংশগ্রহণকারী শিল্পীরা হলেন— আনিসুজ্জামান আনিস, জুটন চন্দ্র রায়, লুৎফা মাহমুদা, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইউনুস, আহমেদ সামসুদ্দোহা, সনদ বিশ্বাস, সানজিদ মাহমুদ, তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক এম. ফ্রাঁসোয়া শঁব্রো ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্পী লুতফা মাহমুদা।
‘শূন্য অভিরূপ’ মূলত শূন্যতা থেকে সৃষ্টির সূচনা—এই ভাবনাকে কেন্দ্র করে নির্মিত একটি শিল্পভিত্তিক আয়োজন, যেখানে শূন্যতাকে দেখা হয়েছে সৃষ্টির সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে।
প্রদর্শনী চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। ২৫০ টাকার টিকেট কেটে দর্শনার্থীরা এই প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন।
শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসর। চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। উৎসবে বাংলাদেশসহ ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
বিভি/জোহা



মন্তব্য করুন: