• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

লন্ডনে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু বাংলা বইমেলা

প্রকাশিত: ১৯:৪০, ২০ সেপ্টেম্বর ২০২১

ফন্ট সাইজ
লন্ডনে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু বাংলা বইমেলা

স্বাধীনতার পঞ্চাশ বছর ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী লন্ডন বাংলা বইমেলা শুরু হচ্ছে। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর এই মেলা অনুষ্ঠিত হবে। বৈশ্বিক সংকটের কারণে আয়োজকরা ২০২০ ন্যায় এ বছরও ভার্চ্যুয়াল মেলা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের উল্লেখযোগ্য প্রকাশনা প্রতিষ্ঠান এই বছর বইমেলায় ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করবে। 

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ১১টি প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- ঐতিহ্য, ভাষাচিত্র, ধ্রুবপদ, বাঙলায়ন, মূর্ধন্য, মুক্তদেশ, প্রিয়মুখ, বইপত্র প্রকাশন, পরিবার পাবলিকেশন্স, পেন্সিল পাবলিকেশন্স ও প্রতিভা প্রকাশ।

দুইদিনব্যাপী বইমেলায় নির্বাচিত সাহিত্য ও সাহিত্যের সংকট-উত্তরণ নিয়ে কথা বলবেন সম্মানিত আলোচকবৃন্দ। সাহিত্য আলোচনার পাশাপাশি থাকবে কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুতোষ আয়োজন। 

লন্ডন বাংলা বইমেলা সমন্বয় কমিটি গত ১২ বছর ধরে আলো ছড়ানো লন্ডন বাংলা বইমেলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবের সফল আয়োজক হিসেবে সুনাম অর্জন করেছে। উৎসবের সহযোগী সংগঠন হিসেবে আছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, যুক্তরাজ্য।

 

বিভি/রিসি 

মন্তব্য করুন: