• NEWS PORTAL

  • সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আমি আবু বকর কেন পড়া উচিত

তৌফিকুল ইসলাম পিয়াস

প্রকাশিত: ১৫:৪৪, ২০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
আমি আবু বকর কেন পড়া উচিত

গত মাসে রকমারী থেকে ড. আসিফ নজরুলের লেখা ‘আমি আবু বকর’ বইটি কিনেছিলাম এবং এবারের সফরের সময় তার স্বেচ্ছা-অটোগ্রাফ দেয়া বইটি আমার হাতে এসে পৌছে।
সেদিন কলম্বো থেকে মালে হয়ে দুবাই পর্যন্ত ফ্লাইটে পুরো বইটি পড়ে শেষ করলাম। আমি এর আগেও ড. আসিফ নজরুলের লেখা পড়েছি, এটা প্রথম নয়। 

বইটি নিয়ে আমার কিছু অবজারভেশন রয়েছে। 
ঢাবি শিক্ষক ড. আসিফ নজরুল এর লেখা উপন্যাসটি প্রানবন্ত নয় বা পাঠককে লেখায় টেনে রাখতে পারে না; অনেকটা জোর করে পড়তে হয়েছে। অর্থাৎ তার গল্প লেখার মান যথেষ্ঠ সমৃদ্ধ নয়। এবং বইটিতে ’অযথা’ কিছু যৌন সুরসুরি দেয়া হয়েছে, যার কোনই প্রয়োজন ছিলো না।
কিন্তু আমি অনেকটা জোর করেই পুরো বইটি পড়েছি। 
কারণ, আমার সুদৃঢ় বিশ্বাস ছিলো যে পুরো বইটি শেষ পর্যন্ত পড়া উচিৎ। এবং শেষে ভালো কিছু পাওয়া যাবে। 
এবং আসিফ নজরুল আমাকে হতাশ করেন নি।
বইটিতে শেষে বেশ নাটকীয়তা ছিলো, বাস্তবতা ছিলো। 
মিনহাজের মৃত্যু আমাকে কাঁদিয়েছে (আমার মতো একজন মানুষকে কাঁদানো চাট্টিখানি কথা নয়)। 
বইটি শেষ করার পর আমার মনে হয়েছে, একটি সত্য ঘটনার উপর দাঁড় করানো গল্প ততটা আকর্ষক নাও হতে পারে। কিন্তু এমন একটি গল্প লেখার সাহস বর্তমান সময়ে অনেকেই রাখবে না। রাখে না। 
আসিফ নজরুল সেই সাহস রাখেন।
আসিফ নজরুল অত্যন্ত সাহসী একটি গল্প এঁকেছেন। 


আসিফ নজরুলের সাম্প্রতিক পরিবর্তন আমাকে মুগ্ধ করেছে। 
তার ইদানিং কালের ফেইসবুক পোস্ট দেশের মানুষকে আগ্রহী করে তুলছে। তিনি বাস্তবমুখী মানুষ; সত্যের পথে চলার চেষ্টায় পথ পাড়ি দিচ্ছেন। 
এবং এই ‘আমি আবু বকর’ বইটি প্রকাশের মধ্য দিয়ে তিনি তার সেরাটা দিয়েছেন বলেই আমার মনে হয়েছে। 
ড. আসিফ নজরুলকে আমার শুভেচ্ছা।
বইটি প্রতিটি সচেতন মানুষেরই পড়া উচিত বলে আমি মনে করি। 
তথাকথিত ছাত্র রাজনীতির নামে দেশে ঠিক কি হচ্ছে সেটা আপনার এবং আমার বোঝা উচিৎ।

মন্তব্য করুন: