• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আমায় তুমি ভুলবে কেমন করে?

লুৎফর রহমান রিটন

প্রকাশিত: ১৭:১২, ১৭ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
আমায় তুমি ভুলবে কেমন করে?

আমি আমার নাম ভুলিনি

ছেলেবেলার গ্রাম ভুলিনি

অশথ পলাশ গাছ ভুলিনি

বঁইচা-চান্দা মাছ ভুলিনি...

নদীর ঘাটের স্নান ভুলিনি

খেজুর গুড়ের ঘ্রাণ ভুলিনি

কচুরি-শিম ফুল ভুলিনি

ঘাসের চুড়ি-দুল ভুলিনি...

শাপলা-শালুক-ভাঁট ভুলিনি

আড়ং কিংবা হাট ভুলিনি

জোয়ার ভাটার টান ভুলিনি

জোনাকিদের গান ভুলিনি...

বিরুই চালের ভাত ভুলিনি

জ্যোৎস্নাগলা রাত ভুলিনি

মৌমাছি-মৌচাক ভুলিনি

পোনা মাছের ঝাঁক ভুলিনি...

লাল ফড়িঙের লেজ ভুলিনি

চৈতি রোদের তেজ ভুলিনি

দাদুর আতশ কাচ ভুলিনি

ছাগল ছানার নাচ ভুলিনি...

বোন ভুলিনি ভাই ভুলিনি

জিওল মাছের ঘাই ভুলিনি

সর্ষে ক্ষেতের রঙ ভুলিনি

গাঙ ফুলেদের ঢঙ ভুলিনি...

বটের ছায়ার ঋণ ভুলিনি

ছেলেবেলার দিন ভুলিনি

ক্ষেতের আলের পথ ভুলিনি

গ্রামীন বধুর নথ ভুলিনি...

শিশির ভেজা ঘাস ভুলিনি

দারুণ ফাগুন মাস ভুলিনি

আর ভুলিনি ধানের ক্ষেতের সবুজ রঙের ঢেউ

চিনতে পারো? নই আগন্তুক, নই অচেনা কেউ...

মাথার ওপর সুনীল আকাশ পায়ের তলায় সোঁদাগন্ধ মাটি

তোমার সঙ্গে ঘুমুই জাগি প্রেম-বিরহে তোমার সঙ্গে হাঁটি...

আমি থাকি স্মৃতির মধ্যে আমায় তুমি ভুলবে কেমন করে?

আমি তোমার বর্তমানেও, অতীতেও, হাজার বছর ধরে...

অটোয়া ১৬ জানুয়ারি ২০২৩

 

মন্তব্য করুন: