• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তীব্র গরমে পথচারীদের জন্য সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস

প্রকাশিত: ১৭:৪৪, ২৪ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
তীব্র গরমে পথচারীদের জন্য সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস

সারাদেশে তীব্র দাবদাহ চলছে। জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। তাই এই তাপপ্রবাহে ঢাকা শহরের সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে স্বস্তি আনয়নে সুপেয় পানির ব্যবস্থা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

বুধবার (২৪ এপ্রিল) সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ১৮০০ লিটারের ওয়াটার ট্যাংক স্থাপন করে এই সেবা প্রদান করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

জানানো হয়, ঢাকা শহরের সচিবালয়ের সামনে, ধানমণ্ডির ৫নং সড়কসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। যতদিন এরকম তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে। 

ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন বলেন, যারা রাস্তায় সামান্যতম ক্লান্তিতে থাকবেন তারা এই ওয়াটার ট্যাংকি থেকে পানি পান করতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দুইজন ফায়ারফাইটার পানি বিতরণ ও রক্ষণাবেক্ষণের জন্য ওয়াটার ট্যাংকের পাশে অবস্থান করবেন। 


 

বিভি/রিসি

মন্তব্য করুন: