• NEWS PORTAL

  • বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রয়োজনে সেনাবাহিনী দেশের জন্য যুদ্ধ করতেও প্রস্তুত: সেনা প্রধান

প্রকাশিত: ২২:০১, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
প্রয়োজনে সেনাবাহিনী দেশের জন্য যুদ্ধ করতেও প্রস্তুত: সেনা প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। প্রয়োজনে সেনাবাহিনী দেশের জন্য যুদ্ধ করতেও প্রস্তুত।

কক্সবাজারের রামু সেনানিবাসে রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সেনা পরিবার কল্যাণ সমিতি ও সৈনিক ক্লাব কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরে বৃক্ষরোপন করেন সেনাবাহিনী প্রধান। এসময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদুর রহমানসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে কক্সবাজারের সাগর পাড়ে নির্মিত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট আধুনিক রেস্ট হাউজ ‘জলতরঙ্গ’ এর বর্ধিতাংশ প্রকল্প শুভ উদ্বোধন করেন সেনা প্রধান।

বিভি/রিসি

মন্তব্য করুন: