• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

রাখাইনে আরাকান আর্মি-জান্তাবাহিনীর মধ্যে তীব্র লড়াই

নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ

প্রকাশিত: ০১:৩৫, ৩০ মার্চ ২০২৪

আপডেট: ০১:৪৩, ৩০ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ

ছবি: নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও জান্তাবাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি চলছে। এরইধ্যে রাখাইনের বুথিডং ও মংডু এলাকায় কয়েকটি সামরিক ঘাঁটি দখলে নিয়েছে আরকান আর্মি। সেগুলো পুনরুদ্ধারে যুদ্ধ চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। 

লড়াইয়ের ‍মুখে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের ওপারে নাফ নদে মিয়ানমারের যুদ্ধজাহাজ ঘোরাঘুরি করতে দেখা গেছে।

এ বিষয়ে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘নাফ নদে সে দেশের জলসীমায় যুদ্ধজাহাজ দেখা গেছে। সীমান্ত ও নাফ নদে আমাদের জলসীমানায় সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা সব সময় প্রস্তুত আছি।’

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, গত কয়েকদিন ধরে একটানা হ্নীলা ও মিয়ানমারের সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়। এরপর বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত কিছুটা কমলেও দুপুরের পর আবারও থেমে থেমে বিস্ফোরণের শব্দ ভেসে আসছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2