• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মন্দির ইস্যুতে দুই ভাইকে হত্যা, পরিবারের ঋণপরিশোধ ও জীবিকা নির্বাহের আশ্বাস

প্রকাশিত: ১২:২১, ২৫ এপ্রিল ২০২৪

আপডেট: ১২:২২, ২৫ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
মন্দির ইস্যুতে দুই ভাইকে হত্যা, পরিবারের ঋণপরিশোধ ও জীবিকা নির্বাহের আশ্বাস

ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে বেধড়ক পিটুনিতে নিহত দুই ভাইয়ের পরিবারের ঋণপরিশোধ ও জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান।

বুধবার (২৪ এপ্রিল) রাতে মৎস্য মন্ত্রী নওয়া পাড়ার চোপেরঘাট গ্রামে নিহতদের বাড়িতে যান। মন্ত্রী তাদের মা-বাবার সাথে কথা বলে সমবেদনা জানান। পরে তিনি রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে সাথে নিয়ে ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের মন্দির ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, তুচ্ছ একটি ঘটনায় যেভাবে দুই ভাইকে পিটিয়ে মারা হয়েছে তা আদিম যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন মন্ত্রী।

বিভি/রিসি

মন্তব্য করুন: