• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাঙ্গামাটিতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

রাঙ্গামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:১৯, ২৫ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
রাঙ্গামাটিতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

রাঙ্গামাটিতে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করেছে এলাকাবাসী।  সুন্নি ওলামা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় জানাজা মাঠে এই নামাজের আয়োজন করা হয়।

নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তফা হেজাজী। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজে অংশ নেওয়া সাধারণ মুসল্লিরা বলেন, দীর্ঘদিন ধরে রাঙ্গামাটিসহ সারা দেশে বৃষ্টি নেই। তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন এটাই প্রার্থনা।

রাঙ্গামাটি সুন্নি ওলামা পরিষদের আহ্বায়ক মাওলানা মো নঈম উদ্দীন বলেন, যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না, তখন নবী করিম (স.) সাহাবাদের নিয়ে যে বিশেষ সালাত আদায় করতেন, তাকে সালাতুল ইসতিসকা বলে। ইসতিসকা মানে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা।


 

বিভি/রিসি

মন্তব্য করুন: