• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

প্রকাশিত: ১৯:৫০, ২৫ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনার বাঘা শরীফ। ফাইনালে প্রায় ১১ মিনিট লাড়াইয়ের পর বাঘা শরীফের কাছে হার মানতে হয় একই এলাকার রাশেদের। 

বৃহস্পতিবার (২৫ এপিল) বিকালে লালদিঘি মাঠে শুরু হয় বলী খেলার ১১৫তম আসর। এতে ৮৪ জন বলী অংশ নেন। সবশেষে ফাইনালে মুখোমুখি হন কুমিল্লার বাঘা শরীফ ও রাশেদ। এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়ে রাঙামাটির সৃজন চাকমাকে হারিয়ে ফাইনালে যান রাশেদ। দ্বিতীয় সেমিফাইনালে রাসেলের প্রতিপক্ষ ছিলেন বাঘা শরীফ। 

বলী খেলার এবারের আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন সাবেক চ্যাম্পিয়ন তরিকুল ইসলাম জীবন ও শাহ জালাল বলী। এ আসরের চ্যাম্পিয়ন বাঘা শরীফকে সুযোগ করে দিতে নিজেদের নাম প্রত্যাহার করে নেন তারা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পান সৃজন চাকমা। এনিয়ে টানা তৃতীয়বার তৃতীয় স্থান অধিকার করেন তিনি। 

১৯০৯ সালে আব্দুল জব্বার সাওদাগর এ বলী খেলার সূচনা করেন। সেই থেকে প্রতি বছরের বৈশাখ মাসের ১২ তারিখ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জব্বারের বলী খেলাকে ঘিরে লালদীঘি ও আশপাশের এলাকায় বসেছে বৈশাখী মেলা।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: