• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কালবৈশাখী ঝড়ের সাথে ঝুম বৃষ্টি, নেমে এলো রাতের আঁধার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৭:০৭, ৬ মে ২০২৪

ফন্ট সাইজ
কালবৈশাখী ঝড়ের সাথে ঝুম বৃষ্টি, নেমে এলো রাতের আঁধার

দিনের শুরুতে রোদ-মেঘের খেলা থাকলেও চট্টগ্রামে সোমবার বিকেলের আকাশ ছিল একেবারেই অচেনা। তীব্র বজ্রপাত আর ঝড়-বৃষ্টিতে মুহূর্তেই পালটে গেল প্রকৃতি। নেমে এল আঁধার। চট্টগ্রামের বেশিরভাগই স্থানে বিকেলেই দেখা গেছে রাতের আঁধার। চট্টগ্রামজুড়ে ঝড়ো বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়।

কিছুদিন ধরে তাপপ্রবাহের কারণে চরম ভোগান্তিতে ছিল মানুষ। এই বৃষ্টি অনেকটা স্বস্তি হয়ে আসে। আজ সোমবার বেলা তিনটায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। বর্ষণ শুরুর সময় এলাকায় অন্ধকার নেমে আসে। অনেক এলাকায় বিদ্যুৎও চলে যায়।

কোথাও কোথাও হালকা পানিজট তৈরী হয়। ধমকা বাতাসে জেলার বিভিন্ন স্থানে গাছ-পালা উপড়ে পড়েছে। এক ঘন্টা পর বৃষ্টি  থামলেওে আকাশ ছিল আঁধার।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার বিকেল ৪টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
 

বিভি/এজেড

মন্তব্য করুন: