• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

পটুয়াখালীর চর অঞ্চল প্লাবিত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৫, ২৭ মে ২০২৪

ফন্ট সাইজ
পটুয়াখালীর চর অঞ্চল প্লাবিত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ঢর মনতাজ ইউনিয়ন সহ বাউফল, দশমিনা, মির্জাগঞ্জ উপজেলার চর সহ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে এবং ভাঙ্গা বেড়িবাধ দিয়ে উচ্চ জোয়ারের তোড়ে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি। তবে বেশ কিছু বাড়ি-ঘর, গাছ-পালা ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। 

গতকাল থেকে আজকের পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছেন ঘূর্ণিঝড় টি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট হতে পারে। বর্তমানে বাতাসের গতি ঘন্টায় রয়েছে ৭০ কিলোমিটার এবং সর্বমোট বৃষ্টির রেকর্ড করা হয়েছে ৯৫ মিলিমিটার। 

পটুয়াখালী জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন ৭০৩ টি সাইকলের ছেলেটার ও ৩৫টি মুজিব কিল্লা প্রস্তুত দেখা হয়েছে। আর এসব সাইক্লোনটা গুলোতে গতকাল রাত থেকেই মানুষকে নিরাপদ আশ্রয় সড়িয়ে নিয়ে আসা হয়েছে। মাঠ পর্যায়ে সিপিপির ভলেন্টিয়ার কাজ করছে ৪৭৬০ এবং রেড ক্রিসেন্ট এর ভলেন্টিয়ার কাজ করছেন মাঠ পর্যায়ে। মেডিকেল টেম্পু দেখা হয়েছে ৭৩ টি। শুকনো খাবার পনেরশো ব্যাগ সুপ্রিয় পানি প্রস্তুত দেখা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2