• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ উল আযহা পালিত 

প্রকাশিত: ১২:৫০, ১৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ উল আযহা পালিত 

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারাসহ ৬০গ্রামে আজ পবিত্র ঈদুল আযহা'র নামাজ আদায় করেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা।

দীর্ঘ দুই'শ বছর ধরে রুইয়াতিল হেলাল বিষয়ক ফতোয়ার ভিত্তিতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা এবং চন্দ্রোদয় নির্ভর ইসলামী সব ইবাদত ও অনুশাসন পালন করে আসছেন তারা। এরই ধারাবাহিকতায় রবিবার (১৬ জুন) সকাল নয়টায় চন্দনাইশ কাঞ্চননগর হযরত শাহ্ সুফি মমতাজিয়া জামে মসজিদে জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফে পবিত্র ঈদুল আযহা'র নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। সৌ আরবের সাথে মিল রেখে  ঈদ উদযাপন করে থাকে দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামের মানুষ। পরে, নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2