অসহযোগ আন্দোলনে স্থবির চট্টগ্রাম
ফাইল ছবি
অসহযোগ আন্দোলনে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম। রবিবার (৪ আগস্ট) সকাল থেকে মহানগরীর সড়ক জুড়ে যানবাহনের চাপ অনেক কম। মূল সড়কে গণপরিবহন তেমন চলছে না।কিছু ব্যক্তিগত গাড়ি বের হলেও তবে সংখ্যা হাতেগোনা।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরীর নিউমার্কেট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। শনিবার শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় নিউমার্কেট মোড়।
অসহযোগ আন্দোলনের কারণে র্দরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চলাচল করছে না যাত্রীবাহী ট্রেনও।অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্টান খোলা থাকলেও সেবা গ্রহীতা একবারেই কম।
বিভি/এজেড
মন্তব্য করুন: